প্রকাশিত: : জুলাই ১৬, ২০২৫, ১২:২৭ এএম
বিটকয়েন আবারও ইতিহাস গড়েছে। সোমবার প্রথমবারের মতো এই জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সির দাম ছুঁয়েছে ১ লাখ ২২ হাজার ৫৩১ মার্কিন ডলার, যা নতুন এক রেকর্ড। এ নিয়ে প্রথমবার বিটকয়েন অতিক্রম করল ১ লাখ ২০ হাজার ডলারের সীমা। তবে মঙ্গলবার সকালে দাম কিছুটা কমেছে।
গত কয়েক মাস ধরেই বিটকয়েনের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। শুধু সোমবারই এর মূল্য বেড়েছে ৩ শতাংশ। গত এক সপ্তাহে এই প্রবৃদ্ধি ১০ শতাংশেরও বেশি, আর গত এক মাসে বেড়েছে প্রায় ১৬.৫ শতাংশ। ছয় মাসে বিটকয়েনের দাম বেড়েছে ২৮.৮৫ শতাংশ এবং এক বছরে দ্বিগুণেরও বেশি, অর্থাৎ প্রায় ১০৬ শতাংশ। গত পাঁচ বছরে এই মুদ্রার মূল্যবৃদ্ধি ১,৬৯০ শতাংশ।
এই মূল্যবৃদ্ধির ফলে বিটকয়েনের বাজারমূল্য বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ৪১ হাজার কোটি মার্কিন ডলারে, যা একে বিশ্বের পঞ্চম মূল্যবান সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অ্যামাজন ও গুগলকেও পিছনে ফেলেছে বিটকয়েন। একইসঙ্গে লেনদেনেও বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে—সোমবারই লেনদেন বেড়েছে ৩৩.১২ শতাংশ।
শুধু বিটকয়েন নয়, অন্যান্য ডিজিটাল মুদ্রার দামও ঊর্ধ্বমুখী। ইথেরিয়াম, যা বাজারের দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি, সোমবার ৩.২৮ শতাংশ বেড়ে ৩,০৫৫ ডলারে পৌঁছায়।
বিশ্লেষকদের মতে, বড় বিনিয়োগকারী সংস্থাগুলোর ধারাবাহিক কেনাকাটার কারণে বাজারে বিটকয়েনের সরবরাহ কমে গেছে, যা মূল্যের এই উল্লম্ফনের অন্যতম কারণ।
এছাড়া মার্কিন রাজনীতির ভূমিকাও গুরুত্বপূর্ণ। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ‘ক্রিপ্টোকারেন্সির কৌশলগত রিজার্ভ’ গঠনের নির্দেশ দিয়েছেন এবং ক্রিপ্টোবান্ধব কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে ট্রাম্প পরিবারের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ ইতিমধ্যেই ক্রিপ্টো ETF চালুর পরিকল্পনা করেছে।
বাজার বিশ্লেষণে বলা হচ্ছে, আপাতত বিটকয়েনের দাম ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। যদিও এখনকার বিনিয়োগকারীরা বড় ধরনের ঝুঁকি নিচ্ছেন না, তবে বাজারের স্থিতিশীল সূচক এবং শক্তিশালী ডলার সূচক থেকে ধারণা করা হচ্ছে, নতুন উত্থান যে কোনো সময় শুরু হতে পারে।