বুধবার, ০২ জুলাই, ২০২৫

মশা আকৃতির সামরিক নজরদারি ড্রোন তৈরি করল চীন

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুন ২৮, ২০২৫, ০৩:৩০ পিএম

মশা আকৃতির সামরিক নজরদারি ড্রোন তৈরি করল চীন

চীন সামরিক অভিযানের জন্য তৈরি করেছে মশার মতো ক্ষুদ্রাকৃতির একটি নজরদারি ড্রোন, যা গোপন মিশনে ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী। ড্রোনটি তৈরি করেছে হুনান প্রদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির (NUDT) গবেষকদল। এতে রয়েছে চুলের মতো পাতলা পা ও দুটি ডানা, যা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়।

চীনের সামরিক টিভি চ্যানেল সিসিটিভি-৭-কে দেওয়া এক সাক্ষাৎকারে এনইউডিটি’র শিক্ষার্থী লিয়াং হেশিয়াং বলেন, “আমার হাতে থাকা এই রোবটটি দেখতে অনেকটা মশার মতো। এর ক্ষুদ্র আকৃতি একে গোপন নজরদারি ও সামরিক অভিযানে অত্যন্ত কার্যকর করে তুলেছে।”

বিশ্বজুড়ে বর্ধমান ‘ক্ষুদ্র ড্রোন’ প্রযুক্তির অংশ হিসেবে এই উদ্ভাবন সামরিক ও বাণিজ্যিক—দুই ক্ষেত্রেই ব্যবহারের নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

এ ধরনের প্রযুক্তি শুধু চীনেই নয়, যুক্তরাষ্ট্রেও দ্রুত উন্নত হচ্ছে। চলতি বছরের এপ্রিল মাসে হার্ভার্ড ইউনিভার্সিটির মাইক্রোরোবোটিক্স ল্যাব তাদের নতুন ড্রোন ‘রোবোবি’ উন্মোচন করে, যা দেখতে অনেকটা বড় মশার মতো ‘ক্রেন ফ্লাই’ প্রজাতির। ড্রোনটি স্বয়ংক্রিয়ভাবে উড়তে ও অবতরণ করতে সক্ষম।

হার্ভার্ডের গবেষক অ্যালিসা হার্নান্দেজ জানিয়েছেন, “জীববিজ্ঞান ও রোবোটিক্সের মিশেলে কাজ করার জন্য রোবোবি একটি চমৎকার প্ল্যাটফর্ম। ভবিষ্যতে পরিবেশ পর্যবেক্ষণ, দুর্যোগকালীন নজরদারি এবং কৃত্রিম পরাগায়ণে এর ব্যবহার হতে পারে।”

Link copied!