প্রকাশিত: : জুলাই ৯, ২০২৫, ১১:৩৯ পিএম
চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ইতিহাস গড়েছে ৪ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁয়ে। এটি বিশ্বের প্রথম পাবলিক কোম্পানি যেটি এই মাইলফলক স্পর্শ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জোয়ারে গত দুই বছর ধরে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ এনভিডিয়ার শেয়ারের মূল্য বাড়িয়ে দিয়েছে।
৯ জুলাই সকালে কোম্পানিটির শেয়ারের দাম ২.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬৪.০২ ডলারে। যেখানে ২০২৩ সালের শুরুতে এই শেয়ারের মূল্য ছিল মাত্র ১৪ ডলার। এই উত্থানকে অনন্য বলে মনে করছেন বিশ্লেষকেরা। বর্তমানে এনভিডিয়া বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি, যা মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে ছাড়িয়ে গেছে।
দুই বছর আগেও এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৬০০ বিলিয়ন ডলারের নিচে। সেখান থেকে চাহিদাসম্পন্ন এআই চিপ বিক্রির ফলে তা লাফিয়ে পৌঁছে গেছে ৪ ট্রিলিয়ন ডলারে।
সাম্প্রতিক প্রান্তিকে কোম্পানিটি চীনে মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক সত্ত্বেও শক্তিশালী আয় করেছে। এনভিডিয়ার আয় দাঁড়িয়েছে ১৮.৮ বিলিয়ন ডলারে এবং শেয়ারপ্রতি আয় ৭৬ সেন্ট। এটি আগের বছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। রাজস্ব হয়েছে ৪৪.১ বিলিয়ন ডলার, যার প্রবৃদ্ধি ৬৯ শতাংশ।
চীনে চিপ বিক্রিতে নিষেধাজ্ঞার কারণে ৪.৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ রাখলেও, সেই ব্যয় বাদ দিলে শেয়ারপ্রতি আয় দাঁড়াত ৯৬ সেন্ট, যা বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।
এনভিডিয়া আগামী মাসে দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করবে। বিনিয়োগকারীদের প্রত্যাশা, এই প্রান্তিকেও কোম্পানিটি রেকর্ড বিক্রি ও মুনাফা দেখাবে।
এনভিডিয়া ও অন্যান্য এআইভিত্তিক কোম্পানির সাফল্যের কারণে সাম্প্রতিক মাসগুলোতে এসঅ্যান্ডপি ৫০০ সূচক একাধিকবার রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের শুল্কনীতি এবং মূল্যস্ফীতির শঙ্কার মধ্যেও এই কোম্পানিগুলোর পারফরম্যান্স বাজারে স্থিতিশীলতা এনেছে।