মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল বাংলাদেশ সরকার

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ১৫, ২০২৫, ০১:১১ এএম

ই-স্পোর্টসকে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল বাংলাদেশ সরকার

তরুণ সমাজে দ্রুত জনপ্রিয় হয়ে উঠা ইলেকট্রনিক স্পোর্টস বা ই-স্পোর্টসকে এবার আনুষ্ঠানিকভাবে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দিল বাংলাদেশ সরকার। সোমবার (১৪ জুলাই) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক ঘোষণায় এই সিদ্ধান্ত জানানো হয়।

এই সিদ্ধান্তের ফলে ই-স্পোর্টস এখন থেকে সরকারিভাবে একটি স্বীকৃত ক্রীড়া ইভেন্ট হিসেবে বিবেচিত হবে। এতে করে ই-স্পোর্টস খেলোয়াড়রা অন্যান্য ক্রীড়া বিভাগের মতোই ক্রীড়া ভাতা, প্রশিক্ষণ সুবিধা, ক্রীড়া পুরস্কার ও সরকারি অনুদানের মতো সুবিধা পাবে।

বিশ্বব্যাপী ই-স্পোর্টসের প্রসার ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সম্ভাব্য অলিম্পিক ডিসিপ্লিন হিসেবে বিবেচনার প্রেক্ষিতে অনেক দেশই এ খাতে বিনিয়োগ শুরু করেছে। এবার সেই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশও ই-স্পোর্টসকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনল।

সরকারি স্বীকৃতির পাশাপাশি ই-স্পোর্টসকে কাঠামোবদ্ধভাবে পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. সাইফুল আলমসহ আরও তিনজন সদস্য রয়েছেন।

এ সিদ্ধান্তের ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেমিং ক্লাব গঠন ও প্রতিযোগিতা আয়োজনের পথ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

Link copied!