প্রকাশিত: : জুন ২৮, ২০২৫, ০৪:১৭ পিএম
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে অন্ধ নির্ভরতা সম্পর্কে সতর্ক করেছেন। তাঁর মতে, এআই এখনও ভুল তথ্য দেওয়ার ঝুঁকি বহন করে এবং মানুষ অনেক সময় যাচাই না করেই সেসব তথ্য বিশ্বাস করছে, যা বিপজ্জনক হতে পারে।
সম্প্রতি ওপেনএআই-এর নতুন পডকাস্ট সিরিজের প্রথম পর্বে অল্টম্যান বলেন, “মানুষ এখন চ্যাটজিপিটির ওপর অনেক বেশি আস্থা রাখছে। যদিও এটি অনেক সময় এমন তথ্য দেয় যার বাস্তব কোনও ভিত্তি নেই। অনেক সময় এমনকি কাল্পনিক বিষয়েরও ব্যাখ্যা দেয়, যেগুলোর বাস্তব অস্তিত্ব নেই।”
নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে অল্টম্যান বলেন, সদ্য বাবা হওয়ার পর তিনি সন্তান পালনের নানা কাজে চ্যাটজিপিটির ওপর নির্ভর করেছিলেন যেমন ঘুমের রুটিন তৈরি কিংবা ডায়াপার র্যাশের সমাধান। তবে সব সময় চ্যাটজিপিটির দেওয়া তথ্য নির্ভুল মনে হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, “এআই ব্যবহার বাড়ছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের হাতেই থাকা উচিত। আমরা এখন শক্তিশালী এক প্রযুক্তির সূচনায় রয়েছি, তাই এই মুহূর্তে আমাদের সচেতন হওয়া জরুরি।”
পডকাস্টে তিনি আরও বলেন, ভবিষ্যতে চ্যাটজিপিটিতে দীর্ঘস্থায়ী স্মৃতির মতো নতুন ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করবে। তবে এসব ক্ষেত্রে নিরাপত্তা ও আস্থা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে ওপেনএআই।
এছাড়াও, অল্টম্যান ব্যক্তিগত তথ্যের গোপনতা, স্বচ্ছতা এবং ভবিষ্যতে বিজ্ঞাপনভিত্তিক রাজস্ব মডেল চালুর সম্ভাবনা নিয়েও কথা বলেন।