মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ১৩, ২০২৫, ১১:৪২ পিএম

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত

ভারত হতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সংস্থাটির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ২৫ বছরের মধ্যে ভারত ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে যাবে।

প্রতিবেদনে জানানো হয়, গত এক দশকে বিশ্বে মুসলমানদের সংখ্যা বেড়েছে ৩৪.৭ কোটি। ২০১০ সালে যেখানে মুসলমানরা বিশ্বের মোট জনসংখ্যার ২৩.৯ শতাংশ ছিল, ২০২০ সালে তা বেড়ে হয়েছে ২৫.৬ শতাংশ। এর প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে জন্মহার বেশি হওয়াকে। যদিও ধর্মান্তরের বিষয়টিও কিছুটা প্রভাব ফেলেছে, তবে তার সংখ্যা তুলনামূলকভাবে কম।

মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলমানের সংখ্যা পৌঁছাবে আনুমানিক ২৮০ কোটিতে, তখনই ভারত হবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ।

ভারতের পরিসংখ্যান অনুসারে, ২০১০ সালে দেশটির মুসলমানদের জনসংখ্যা ছিল ১৪.৩ শতাংশ, যা ২০২০ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৫.২ শতাংশে। এই সময়ের মধ্যে মুসলমানের সংখ্যা বেড়েছে ৩.৫৬ কোটিরও বেশি। অপরদিকে, একই সময়ে হিন্দুদের সংখ্যা কিছুটা কমে ৮০ শতাংশ থেকে ৭৯ শতাংশে দাঁড়িয়েছে।

পিউ-এর রিপোর্টে অন্যান্য ধর্মের অবস্থা তুলে ধরা হয়েছে। খ্রিস্টানদের সংখ্যা ২০১০ সালের ২১৮ কোটি থেকে বেড়ে ২০২০ সালে হয়েছে ২৩০ কোটি, তবে মোট জনসংখ্যায় তাদের অনুপাত কমে গেছে। বৌদ্ধ জনসংখ্যাও কমেছে, যার পেছনে চীনের জন্মহার নিয়ন্ত্রণ নীতিকে দায়ী করা হচ্ছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মুসলমানদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে নাস্তিকদের মধ্যে। তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ কোটিতে, যা এখন বিশ্বের মোট জনসংখ্যার ২৪.২ শতাংশ।

Link copied!