রবিবার, ১৩ জুলাই, ২০২৫

দুর্নীতির অভিযোগের মধ্যে পুতুলকে ‘অনির্দিষ্টকালের ছুটিতে’ পাঠাল ডব্লিউএইচও

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : জুলাই ১২, ২০২৫, ০৬:৫৯ পিএম

দুর্নীতির অভিযোগের মধ্যে পুতুলকে ‘অনির্দিষ্টকালের ছুটিতে’ পাঠাল ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)  এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক (এসইএআরও) ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে গতকাল তার পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।
এর আগে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করেছে।

হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেডরোস আধানোম গেব্রেয়াসুস সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ই-মেইলে কর্মীদের জানিয়েছেন, সায়মা ওয়াজেদকে অবিলম্বে ছুটিতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ডব্লিউএইচওর সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোয়েমি এসইএআরও-র ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন। আগামী মঙ্গলবার (১৫ জুলাই) তার নয়াদিল্লির আঞ্চলিক কার্যালয়ে যোগ দেওয়ার কথা রয়েছে।


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আঞ্চলিক পরিচালক পদে তার বিতর্কিত নির্বাচন-সংক্রান্ত। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু তার প্রার্থিতার বিরুদ্ধে শুরু থেকেই নানা অভিযোগ আনা হচ্ছিল। অভিযোগ রয়েছে, তার মা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজের প্রভাব খাটিয়ে মেয়ের জয় নিশ্চিত করতে সহায়তা করেছিলেন।
 

Link copied!