প্রকাশিত: : জুলাই ১১, ২০২৫, ০১:৪৩ এএম
গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
ঘোষণায় রুবিও বলেন, আলবানিজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক ‘যুদ্ধের প্রচারণা’ চালাচ্ছেন।
ফ্রান্সেসকা আলবানিজ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছেন। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান নিয়ে বরাবরই সোচ্চার তিনি। এ কারণে দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও তার মিত্রদের সমালোচনার মুখে রয়েছেন তিনি।
নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আলবানিজ জানান, তিনি ভয় দেখানো কৌশলে বিচলিত নন এবং তার দায়িত্ব পালনে অটল থাকবেন। এক বিবৃতিতে তিনি বলেন, "জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি, গণহত্যা বন্ধ করা এবং এর জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা তাদের দায়িত্ব।"
বুধবার ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আকাশপথে তাদের সীমানা ব্যবহার করতে দেওয়া অনুচিত।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সম্পদ জব্দের পাশাপাশি, তাদের ও তাদের পরিবারের সদস্যদের দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে বলে জানানো হয়েছে।
এই পদক্ষেপের নিন্দা জানিয়েছেন বিভিন্ন মানবাধিকার সংগঠন। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির প্রধান ন্যান্সি ওকেইল একে “স্বৈরাচারী কৌশল” আখ্যা দিয়ে বলেন, “জাতিসংঘের একজন বিশেষজ্ঞের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।”
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, “বিশেষ র্যাপোর্টিয়াররা স্বাধীনভাবে কাজ করেন। তারা জনপ্রিয়তা নয়, দায়িত্ব পালনের জন্য নিযুক্ত হন।”
তিনি আরও বলেন, “আলবানিজ আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ইসরায়েলের বেআইনি দখল, বর্ণবাদ এবং গণহত্যার তথ্য সংগ্রহে নিরলসভাবে কাজ করছেন।”