প্রকাশিত: : জুলাই ৬, ২০২৫, ০১:০১ পিএম
ছবি: রয়টার্স
ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। শনিবার (৫ জুলাই) মোহাররম মাস উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়, যা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত অনুসারীদের শুভেচ্ছা জানান খামেনি। তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, এবং প্রচারিত ফুটেজে দেখা যায়, তিনি পাশে থাকা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব মাহমুদ করিমিকে আহ্বান করছেন গাওয়ার জন্য - "গাও, ও ইরান", সাম্প্রতিক সংঘাতের সময় ব্যাপক জনপ্রিয় হওয়া একটি দেশাত্মবোধক গান।
এই প্রথম জনসমক্ষে আসা ঘটনার আগে, ইসরায়েলের সঙ্গে চলমান ১২ দিনব্যাপী সংঘাতে খামেনিকে কেবল রেকর্ডকৃত ভাষণেই দেখা গিয়েছিল। ফলে দেশজুড়ে গুঞ্জন চলছিল তিনি বাঙ্কারে আশ্রয় নিয়েছেন এবং শারীরিকভাবে ঝুঁকিতে রয়েছেন।
১৩ জুন শুরু হওয়া এই যুদ্ধে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ঘটে। ইসরায়েল আকস্মিকভাবে ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এর পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের লক্ষ্য করে বিমান হামলা চালায়। পরে ২২ জুন যুক্তরাষ্ট্রও সরাসরি যুদ্ধে জড়ায়, ফরদো, নাতানজ ও ইসফাহানের স্থাপনাগুলোতে ১২৫টি সামরিক বিমান দিয়ে হামলা চালায় মার্কিন বাহিনী।
২৬ জুন খামেনির একটি পূর্বে ধারণকৃত ভাষণে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান কখনো ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, চলমান সংঘাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।
জনসমক্ষে খামেনির এই উপস্থিতি এমন এক সময়ে এল, যখন মোহাররম মাসজুড়ে দেশজুড়ে চলছে শোক পালন, যার চূড়ান্ত দিন আশুরা পালন করা হয় মোহাররমের ১০ তারিখে - এবার তা পড়েছে ৬ জুলাই। এ দিন মহানবী মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হোসাইন (রা.)-এর কারবালার শাহাদাতকে কেন্দ্র করে পালন করা হয় গভীর শোক।