প্রকাশিত: : জুন ২৪, ২০২৫, ০৪:৩৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে সাড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে এর কোনো লঙ্ঘন হলে ইসরায়েল কঠোর প্রতিক্রিয়া জানাবে।
ইসরায়েলের দাবি, ইরানের চালানো সামরিক আগ্রাসনের জবাবে তারা তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে, তাই এখন যুদ্ধবিরতিতে যেতে তারা প্রস্তুত। বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েল ইরানের সামরিক কাঠামো ও নেতৃত্বে বড় ধরনের আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের অন্তত কয়েক ডজন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে একাধিক সরকারি স্থাপনায় হামলা চালিয়ে শত শত আধা সামরিক সদস্যকে হত্যা করেছে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে। এই বাহিনী দীর্ঘদিন ধরে ইরান সরকার বিক্ষোভ দমনসহ বিভিন্ন দমননীতিতে ব্যবহার করে আসছিল।
এছাড়া ইসরায়েল জানিয়েছে, তারা আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে টার্গেট করে হত্যা করেছে।
বিবৃতির শেষ অংশে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইসরায়েল। প্রতিরক্ষা সহযোগিতা ও ইরানের পারমাণবিক হুমকি মোকাবেলায় মার্কিন সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানানো হয়।