প্রকাশিত: : জুন ২৩, ২০২৫, ০৬:২৫ পিএম
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এই হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাঁটির ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে এবং হামলার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মার্কিন সেনারা দ্রুত ঘাঁটির চারপাশ ঘিরে ফেলে এবং কাসরুক এলাকায় নজরদারি বাড়ায়। ঘটনাস্থলে সামরিক হেলিকপ্টার ও ড্রোনের চলাচলও লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
হামলার ধরন কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না—সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পর্যবেক্ষকরা বলছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা একটি বার্তাবাহী ঘটনা হতে পারে। এর আগে সিরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর একাধিকবার রকেট ও ড্রোন হামলা হয়েছে। এসব হামলার পেছনে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার অভিযোগ উঠলেও, অধিকাংশ ক্ষেত্রেই হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এদিকে, হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার কিংবা প্রতিরক্ষা বিভাগ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নজর রাখছে।
নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর এই ধরনের হামলা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।