প্রকাশিত: : জুন ২৩, ২০২৫, ০১:৫৩ পিএম
যুক্তরাষ্ট্র চীনকে আহ্বান জানিয়েছে, যেন তারা ইরানকে হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়ে বোঝায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রবিবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তার এ বক্তব্যের পরপরই ইরানের একটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালায়।
ফক্স নিউজের "সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো" অনুষ্ঠানে রুবিও বলেন, “আমি চীনের সরকারকে উৎসাহিত করছি, তারা যেন ইরানের সঙ্গে আলোচনায় বসে। কারণ চীন নিজেও এই প্রণালীর ওপর তাদের জ্বালানির জন্য অনেকাংশে নির্ভরশীল।”
তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “যদি ইরান প্রণালী বন্ধ করে, সেটি হবে মারাত্মক ভুল। এটা ইরানের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল হবে। যুক্তরাষ্ট্র এর জবাব দিতে প্রস্তুত, তবে এর প্রভাব বিশ্বের বহু দেশের অর্থনীতিতে আরও গভীরভাবে পড়বে।”
হরমুজ প্রণালী বিশ্বের মোট ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহণের রুট। ইরানের সংসদ এই প্রণালী বন্ধের একটি প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন করেছে বলে জানিয়েছে ইরানের সরকারি গণমাধ্যম।
চীনের পক্ষ থেকে ওয়াশিংটনের আহ্বানে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে, মার্কিন কর্মকর্তারা জানান, তারা ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছেন। হামলায় ব্যবহৃত হয়েছে ১৪টি বাঙ্কার ধ্বংসকারী বোমা, দুই ডজনের বেশি টোমাহক ক্ষেপণাস্ত্র এবং ১২৫টিরও বেশি সামরিক বিমান। এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।
তেহরান পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছে। রুবিও ইরানকে সতর্ক করে বলেন, “যদি তারা প্রতিশোধ নেয়, তবে তা হবে তাদের সবচেয়ে বড় ভুলের একটি।” একইসঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্র এখনো ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।