প্রকাশিত: : জুন ২১, ২০২৫, ০৬:৪৭ পিএম
ছবি: রয়টার্স
মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে ইসরায়েলকেই দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুরস্কের রাজধানী ইস্তানবুলে এক কূটনৈতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও উপস্থিত ছিলেন।
এরদোগান বলেন, “নেতানিয়াহু সরকার প্রমাণ করছে, তারা এই অঞ্চলে শান্তির পথে সবচেয়ে বড় বাধা।” তিনি আরও বলেন, ১৩ জুন ইরানের ওপর চালানো ইসরায়েলি হামলার মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে শুরু হতে যাওয়া নতুন পরমাণু আলোচনা প্রক্রিয়াকে ধ্বংস করা।
ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে সরাসরি “ডাকাতি” আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান তুর্কি প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে এবং এর জন্য একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে।
এদিকে, ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শনিবার ইস্তানবুলে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন।
তুরস্ক দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে চলেছে। তবে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ঘিরে আঙ্কারা ও তেলআবিবের মধ্যকার উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।