প্রকাশিত: : মে ৭, ২০২৫, ০৪:০৭ পিএম
পাকিস্তান দাবি করেছে, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী রয়টার্সকে জানান, ভারতীয় নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী, ভারতীয় আকাশযানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি হেরন ড্রোন।
ভারতের পক্ষ থেকে এই দাবি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এই খবরটি তখনই আসে, যখন ভারত পাকিস্তানের নয়টি "সন্ত্রাসী অবকাঠামো"তে আঘাত হানার কথা বলেছিল।