প্রকাশিত: : এপ্রিল ২৬, ২০২৫, ০৫:২৪ পিএম
মে মাসে রিয়াদ যাচ্ছেন ট্রাম্প
সৌদি আরবের কাছে প্রায় ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিয়াদ সফরের সময় এই প্রস্তাব সৌদি প্রশাসনের কাছে উপস্থাপন করা হবে।
বিষয়টির সঙ্গে জড়িত ছয়টি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করবেন।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিন, আরটিএক্স কর্পস, বোয়িং, নর্থরপ গ্রুমম্যান এবং জেনারেল অটোমেটিকস কোম্পানিগুলো সৌদি আরবকে এই অস্ত্র সরবরাহ করবে। ট্রাম্পের সফরের সময় এসব কোম্পানির শীর্ষ কর্মকর্তারাও তার সঙ্গে থাকবেন।
সূত্রগুলোর তথ্যমতে, সৌদি আরবের কাছে সি-১৩০ পরিবহন বিমান, ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেমসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে, সৌদি আরব নতুন প্রজন্মের এফ-৩৫ যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে। যদিও এ সফরে এফ-৩৫ বিক্রির কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম বলেই জানাচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘কোয়ালিটেটিভ মিলিটারি এজ’ (কিউএমই) নীতির আওতায় ইসরাইল আরব দেশগুলোর তুলনায় উন্নত প্রযুক্তির মার্কিন অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম পেয়ে থাকে। ইসরাইল ৯ বছর আগেই এফ-৩৫ যুদ্ধবিমান পেয়েছে এবং বর্তমানে একাধিক স্কোয়াড্রন ইসরাইলি বিমানবাহিনীতে নিয়োজিত রয়েছে।
বিষয়টির সংবেদনশীলতার কারণে তথ্য প্রদানকারী ছয়টি সূত্রের কেউই রয়টার্সের কাছে নাম প্রকাশে সম্মতি দেয়নি। এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস এবং সৌদি সরকারের যোগাযোগ দপ্তর রয়টার্সের কোনো প্রশ্নের উত্তর দেয়নি।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে ওয়াশিংটন তাদের সহযোগিতা অব্যাহত রাখবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এর আগে, ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদের সৌদি সফরে গিয়ে ১১০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করেছিলেন রিয়াদের সঙ্গে।