রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৭, ২০২৫, ০৬:৩৪ পিএম

প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি এ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সব সুবিধা পাবেন। এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর চৌধুরী আশিক চৌধুরী বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তিনি এ দায়িত্বে নিযুক্ত আছেন।

এ পদোন্নতির মাধ্যমে বিনিয়োগ ও অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থাপনায় তাঁর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারের লক্ষ্য বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি তরান্বিত করা—এই দিকগুলোতে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

Link copied!