রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে চীন: প্রধান উপদেষ্টা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ২০, ২০২৫, ০৪:৪০ পিএম

স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৩৮ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে চীন: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের স্বাস্থ্যখাতে উন্নয়নে ১৩৮ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে চীন। আজ রবিবার (২০ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

তিনি বলেন, ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সম্মতি দিয়েছে চীন। পাশাপাশি, আরও একটি এক হাজার শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ নিয়ে দেশটির সঙ্গে আলোচনা চলছে। কোভিড-১৯ মহামারির সময় বাংলাদেশ সবচেয়ে বেশি টিকা চীন থেকেই সংগ্রহ করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফর অত্যন্ত সফল হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে বাংলাদেশের মানুষ চিকিৎসাসেবা নিতে সহজেই চীনে যেতে পারবে। এই উদ্যোগ দুই দেশের স্বাস্থ্য ও মানবিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

Link copied!