সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

গাজায় জরুরি স্বাস্থ্য কর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৬, ২০২৫, ০৩:৪৪ পিএম

গাজায় জরুরি স্বাস্থ্য কর্মীদের হত্যার ঘটনায় ইসরায়েলের ভুল স্বীকার

গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যেই ১৫ জন জরুরি সেবাকর্মীর হত্যার ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাদের সৈন্যদের "ভুল" স্বীকার করেছে। গত ২৩শে মার্চ, রাফা অঞ্চলের কাছে একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক ট্রাকের ওপর হামলা চালানো হয়।

ইসরায়েল প্রথমে দাবি করেছিল, ওই রাতে আলো ছাড়া গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গুলি চালানো হয়। তারা আরও বলেছিল, এ বহরের চলাচলের বিষয়ে আগাম কোন সমন্বয় বা অবহিতকরণ করা হয়নি।

তবে নিহতদের একজন প্যারামেডিকের মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, গাড়িগুলোতে আলো জ্বালানো ছিল এবং আহতদের সাহায্যের জন্য ডাকাডাকি করা হচ্ছিল—যা ইসরায়েলের প্রথমিক দাবিকে প্রশ্নবিদ্ধ করে।

আইডিএফ পরবর্তীতে জানায়, গাড়িগুলোর যাত্রীদের মধ্যে অন্তত ছয়জন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলে ধারণা করা হয়েছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা। পাশাপাশি, সেনাবাহিনী স্বীকার করেছে যে, গুলি চালানোর সময় গাড়িবহরের ব্যক্তিরা নিরস্ত্র ছিলেন।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে এবং মানবিক সংগঠনগুলো একে "গুরুতর মানবাধিকার লঙ্ঘন" হিসেবে আখ্যা দিয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) ও অন্যান্য সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।

Link copied!