সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসলো আরও ২৬ হাজার টন চাল

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : মার্চ ১৬, ২০২৫, ১১:৪৯ এএম

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসলো আরও ২৬ হাজার টন চাল

দ্বিতীয়  দফায় iপাকিস্তান থেকে  বাংলাদেশে  পৌছেছে  আরও ২৬ হাজার ২৫০ টন আতপ চাল ।  গতকাল (শনিবার)  এসব মালামাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। চাল দেশে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

তিনি বলেন, "জি টু জি চুক্তির আওতায় ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি মরিয়ম নামের একটি জাহাজ। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।"

প্রসঙ্গত,  গত ৫ মার্চ ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার ২৫০ টন চাল বাংলাদেশে আসে। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে জাহাজ এমভি সিবি এবং ভারত থেকে আমদানি করা ১১ হাজার টন সিদ্ধ চাল নিয়ে জাহাজ এইচটি ইউনিটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়. 

Link copied!