শুক্রবার, ০৯ মে, ২০২৫

অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি, নতুন করে ‘অতি দরিদ্র’ হবে ৩০ লাখ মানুষ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৩০, ২০২৫, ০৫:২৫ পিএম

অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি, নতুন করে ‘অতি দরিদ্র’ হবে ৩০ লাখ মানুষ

বিশ্বব্যাংক আশঙ্কা প্রকাশ করেছে, চলমান অর্থনৈতিক ধীরগতির কারণে বাংলাদেশে নতুন করে ৩০ লাখ মানুষ ‘অতি দরিদ্র’ শ্রেণিতে পড়ে যেতে পারে। বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত সংস্থাটির ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদন অনুযায়ী, দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি এ অর্থবছরে ৩ দশমিক ৩ শতাংশে নামতে পারে, যা ২০১০ সালের পর সবচেয়ে কম।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে দেশে অতি দারিদ্র্যের হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। কিন্তু ধীরগতির অর্থনৈতিক কর্মকাণ্ড, দুর্বল শ্রমবাজার এবং প্রকৃত মজুরির হ্রাসের কারণে ২০২৫ সালে এই হার বেড়ে ৯ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে। এর ফলে অতিরিক্ত ৩০ লাখ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে পড়ে যাবে।

২০১৭ সালের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, যাদের দৈনিক আয় ২ দশমিক ১৫ মার্কিন ডলারের নিচে, তাদের ‘অতি দরিদ্র’ হিসেবে ধরা হয়। বিশ্বব্যাংক বলছে, ২০২৫ সালে জাতীয় দারিদ্র্যের হারও বাড়বে, যা ২২ দশমিক ৯ শতাংশে পৌঁছাতে পারে।

এর আগে ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ প্রতিবেদনে বিশ্বব্যাংক জানায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরও কমে ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসবে। গত অক্টোবরে এ প্রবৃদ্ধি হার তারা ৪ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছিল।

এই হার কোভিড-১৯ মহামারির সময়ের চেয়েও কম, যখন দেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের ওপরে ছিল। এর আগে ২০১০ সাল থেকে বাংলাদেশ ধারাবাহিকভাবে ৬ শতাংশ বা তার বেশি জিডিপি প্রবৃদ্ধি ধরে রেখেছিল।

বিশ্বব্যাংকের এই পূর্বাভাস দেশের অর্থনৈতিক শঙ্কা আরও গভীর করছে এবং এর সরাসরি প্রভাব পড়তে পারে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায়।

Link copied!