শনিবার, ১০ মে, ২০২৫

বিদেশি বিনিয়োগ ডাকা হচ্ছে, অথচ স্থানীয় উদ্যোক্তারা গ্যাস-বিদ্যুৎ পাচ্ছি না: মেঘনা গ্রুপের চেয়ারম্যান

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ৩০, ২০২৫, ০৫:২২ পিএম

তিনি আরও বলেন, "দেশীয় উদ্যোক্তারা যদি এই সংকটে ভোগেন, তাহলে বিদেশিরা কীভাবে আস্থা পাবেন? অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে না পারলে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না।"

বিদেশি বিনিয়োগ ডাকা হচ্ছে, অথচ স্থানীয় উদ্যোক্তারা গ্যাস-বিদ্যুৎ পাচ্ছি না: মেঘনা গ্রুপের চেয়ারম্যান

দেশে বিদেশি বিনিয়োগ আহ্বান করা হলেও স্থানীয় উদ্যোক্তারা ন্যূনতম অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন—এমন অভিযোগ তুলেছেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল। বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত কনসাল্টেটিভ মিটিংয়ে অংশ নিয়ে তিনি বলেন, “আমরা ৬০০ কোটি টাকার বিনিয়োগ করেছি, কিন্তু গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না। আমরা বিদেশিদের বিনিয়োগের জন্য ডাকছি, অথচ নিজেরা জ্বালানি সংকটে ভুগছি। এটা অবশ্যই গুরুত্ব দিয়ে দেখা উচিত।”

তিনি আরও বলেন, “দেশীয় উদ্যোক্তারা যদি এই সংকটে ভোগেন, তাহলে বিদেশিরা কীভাবে আস্থা পাবেন? অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে না পারলে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না।”

মোস্তফা কামাল একই সঙ্গে এনবিআরকে অনুরোধ করেন যেন ব্যবসায়ীদের বিরুদ্ধে ঢালাও হয়রানিমূলক আচরণ না করা হয়। কাস্টমস কর্তৃক আমদানিকৃত পণ্যের অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় ‘মনগড়া’ মূল্য নির্ধারণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “একদিকে এনবিআর নিজেদের মতো করে ভ্যালুয়েশন করছে, অন্যদিকে ব্যবসায়ীদেরই আবার আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিংয়ের অভিযোগে দোষী করা হচ্ছে। এটা দ্বিচারিতা।”

তার বক্তব্যে স্পষ্ট হয়, স্থানীয় শিল্পোদ্যোক্তাদের অব্যবস্থা ও জ্বালানি সংকটে ফেলে বিদেশি বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা বাস্তবে সফল হতে পারছে না।

Link copied!