মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ১৪, ২০২৫, ১১:০৪ পিএম

আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল

জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিমসহ অন্যান্য শহীদদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলে প্রশ্ন তোলা হয়েছে—আন্দোলনের শহীদদের একটি নির্ভরযোগ্য তালিকা তৈরি করে গেজেট আকারে প্রকাশ এবং তাঁদের ‘জাতীয় শহীদ’ হিসেবে ঘোষণা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার বিষয়ে নির্দেশ না দেওয়ার কারণও জানতে চাওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ইমদাদুল হক (হোয়াইট ম্যান) গত ফেব্রুয়ারিতে রিটটি দায়ের করেন। তিনি রিটে অধ্যাপক ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণার পাশাপাশি, ২০২৪ সালের অভ্যুত্থানে নিহতদের সঠিক তালিকা প্রকাশ ও তাঁদের ‘জাতীয় শহীদ’ হিসেবে স্বীকৃতি চেয়েছিলেন।

আদেশের পর আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, “জুলাই অভ্যুত্থানের পর দেশের দায়িত্ব গ্রহণে সাহসিকতার পরিচয় দিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি নতুন বাংলাদেশ গঠনে সংস্কারমুখী উদ্যোগ নিয়েছেন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ নানা খাতে সংস্কার এনেছেন। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তিনি কাজ করছেন।”

Link copied!