প্রকাশিত: : জুলাই ১৪, ২০২৫, ১০:২৬ পিএম
ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ‘জাতীয় সংস্কারক’ এবং জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের প্রকৃত তালিকা প্রকাশ করে তাঁদের ‘জাতীয় শহীদ’ ঘোষণা করতে কেন নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার (১৪ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।
এই রুলে জনপ্রশাসন সচিব, প্রতিরক্ষা সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, তথ্য ও সম্প্রচার সচিব এবং অর্থ সচিবসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।
এই বিষয়ে রিট আবেদনটি করেন ইমদাদুল হক নামের এক ব্যক্তি।