প্রকাশিত: : জুলাই ১৫, ২০২৫, ১২:২১ এএম
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (১৩ জুলাই) রাতে ফেয়ারওয়ে বয়ার কাছাকাছি গভীর সমুদ্র এলাকা থেকে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের ট্রলার দুটি জব্দ করা হয়। ট্রলার দুটিতে বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া গেছে।
আটককৃত ভারতীয় জেলেদের মোংলায় আনা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, “নৌবাহিনী ভারতীয় ৩৪ জেলেকে আটক করেছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব।”
মোংলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “নিয়মিত টহলের অংশ হিসেবে নৌবাহিনীর জাহাজে রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি ধরা পড়ে। ট্রলারগুলো পালানোর চেষ্টা করলে নৌবাহিনী ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে দেখা যায়, তারা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরছিল।”