সোমবার, ১৪ জুলাই, ২০২৫

খরচ কম হওয়ায় ৫ হাজার হাজিকে ৮ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ১৪, ২০২৫, ০১:৩০ এএম

খরচ কম হওয়ায় ৫ হাজার হাজিকে ৮ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার

চলতি বছর হজে বাড়ি ভাড়া কম হওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের খরচ বেঁচে গেছে প্রায় ৮ কোটি ২৯ লাখ টাকা। এই অর্থ এখন সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া হাজিদের মাঝে ফেরত দেওয়া হবে।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া মোট ৪ হাজার ৯৭৮ জন হাজিকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।”

উপদেষ্টা জানান, প্রতিজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা এবং সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন। এই অর্থ মূলত সৌদি আরবে ভাড়া করা বাড়ির খরচ কমে যাওয়ার ফলে সাশ্রয় হয়েছে।

এর আগে, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ২০২৫ সালের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. খালিদ হোসেন। এরপরই মধ্যরাতে হজযাত্রীদের প্রথম ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়ে।

Link copied!