মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

নারায়ণগঞ্জে স্থাপিত হলো দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ১৫, ২০২৫, ০১:৪১ এএম

নারায়ণগঞ্জে স্থাপিত হলো দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে উদ্বোধন করা হলো দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৪ জুলাই) বিকেলে স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা।

অনুষ্ঠানে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা, রাজনৈতিক দল ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্যরাও।

আইন, বিচার ও সংসদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “যে গতিতে বিচার এগোচ্ছে, আমরা বিশ্বাস করি অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ হবে।” তিনি জনগণকে চাঁদাবাজ ও লুটেরাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “স্বৈরাচার সরকারের গুলি ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ানো এই আন্দোলন ছিল একটি বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রাম। সেই লক্ষ্যে দল ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।”

শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদী শক্তি বা স্বৈরাচার ফিরে আসতে পারবে না - জনগণই তাদের প্রতিরোধ করবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার এবং জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কার্যক্রম চলছে।

Link copied!