রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মাগুরার ৮ বছরের শিশুর জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চাইল সেনাবাহিনী

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : মার্চ ১৩, ২০২৫, ১১:৩৯ এএম

বুধবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মাগুরার ৮ বছরের শিশুর জীবন সংকটাপন্ন, দেশবাসীর কাছে দোয়া চাইল সেনাবাহিনী

মাগুরায় নির্যাতনের শিকার হওয়া ৮ বছরের শিশুটির জীবন সংকটাপন্ন। চিকিৎসাধীন অবস্থায় চারবার ‍‍`কার্ডিয়াক অ্যারেস্ট‍‍` (হঠাৎ হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে। শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।

বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‍‍`মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় শিশু বিভাগের পিআইসিইউ‍‍`তে চিকিৎসাধীন । প্রতিদিন স্ট্যান্ডার্ড আইসিইউ প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা এবং তদনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।‍‍`

‍‍`শিশুটি আজ চারবার কার্ডিয়াক অ্যারেস্ট এর শিকার হয়েছে এবং সিপিআর প্রদানের মাধ্যমে স্থিতিশীল করা হয়েছে। তার রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপ ৬০/৪০ যা আরো নিম্নমুখী।‍‍`

পোস্টে আরও বলা হয়, ‍‍`সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ  সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, গত ০৮ মার্চ ২০২৫ তারিখ সন্ধ্যা ছয়টায় শিশুটি সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়।‍‍`

শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।

বোনের বাড়ি মাগুরা শহরতলির নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে গিয়ে গত বৃহস্পতিবার শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ পরিবারের।

শিশুটির মা বাদী হয়ে গত শনিবার মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এতে শিশুটির বড় বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ও ভাশুরকে আসামি করা হয়। তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে।

Link copied!