শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫

সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা নিহত

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ৩, ২০২৫, ০৫:৪১ পিএম

সড়ক দুর্ঘটনায় পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা নিহত

লিভারপুল ক্লাবের পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা (২৮) স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

বৃহস্পতিবার ভোরে (স্থানীয় সময়) স্পেনের জামোরা প্রদেশের সানাব্রিয়া অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এসময় গাড়িতে ছিলেন জোটার ছোট ভাই আন্দ্রে জোটাও, আন্দ্রে পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন।

২০২০ সালে উলভ ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন দিয়েগো জোটা।

দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন জোটা। তাদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেন তিনি।

স্থানীয় গণমাধ্যম জানায়, আগুনের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে যায় গাড়ি ও তার আশপাশের বনভূমির একাংশ। প্রত্যক্ষদর্শীদের ফোনে ঘটনাস্থলে পৌঁছায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। কিন্তু উদ্ধার ততক্ষণে দেরি হয়ে গেছে।

লিভারপুলের হয়ে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন। ২০১৯ সালে পর্তুগালের হয়ে অভিষেকের পর ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে জিতেছেন নানা শিরোপা।
লিভারপুলের হয়ে লিগ শিরোপা জেতার পাশাপাশি ঘরোয়া লিগও জিতেছেন জোটা। আর পর্তুগালের হয়ে জিতেছেন নেশন্স লিগ। 

Link copied!