প্রকাশিত: : জুন ৩০, ২০২৫, ০১:০৮ পিএম
সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের সঙ্গে আরও দুই বছরের নতুন চুক্তিতে সই করেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো। এই চুক্তির ফলে ৪২ বছর বয়স পর্যন্ত আল-নাসরের জার্সিতে মাঠে দেখা যাবে তাকে।
চুক্তির পর প্রকাশিত এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, “আমরা এখনও উন্নতির পথে রয়েছি, তবে আমার বিশ্বাস, সৌদি প্রো লিগ বর্তমানে বিশ্বের সেরা পাঁচটি লিগের একটি। গত দুই বছরে আমরা প্রমাণ করেছি যে এই লিগ ক্রমেই উন্নতি করছে।”
রোনালদো আরও বলেন, “এই লিগ খুবই প্রতিযোগিতামূলক। যারা এখানে খেলেনি, তারাই বলে এটা সেরা পাঁচে নেই। তারা আসলে কিছুই বোঝে না। আমি আমার কথায় শতভাগ বিশ্বাস রাখি। যারা এই লিগে খেলছে, তারা জানে আমি কী বলছি।”
এক সময় আল-নাসর ছাড়ার গুঞ্জন থাকলেও রোনালদো জানালেন, সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপ আয়োজন পরিকল্পনাই বড় প্রভাব ফেলেছে তার সিদ্ধান্তে। তিনি বলেন, “আমি শুধু পরবর্তী দুই বছর নয়, বরং পুরো প্রজেক্টের ওপর আস্থা রাখি, যা ২০৩৪ বিশ্বকাপে গিয়ে শেষ হবে। আমার বিশ্বাস, এটা হবে ইতিহাসের সবচেয়ে সুন্দর বিশ্বকাপ।”
২০২২ সালের শেষদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল-নাসরে যোগ দেন রোনালদো। এরপর ক্লাবটির হয়ে ১০৫ ম্যাচে করেছেন ৯৩ গোল। যদিও এখনো কোনো শিরোপা জিততে পারেননি। তিনি বলেন, “আমার লক্ষ্য সবসময় আল-নাসরের জন্য বড় কিছু জেতা। আমি এখনো সেটা বিশ্বাস করি এবং সেই বিশ্বাস থেকেই আরও দুই বছরের চুক্তি করেছি।”
রোনালদোর মোট গোলসংখ্যা এখন ৯৩২টি- ক্লাব পর্যায়ে ৭৯৪ এবং জাতীয় দলের হয়ে ১৩৮টি। তিনি ধীরে ধীরে ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলকের দিকে এগিয়ে চলেছেন।