রবিবার, ১৩ জুলাই, ২০২৫

দিয়োগো জোতার প্রতি শ্রদ্ধায় লিভারপুলের ২০ নম্বর জার্সি অবসরে

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ১৩, ২০২৫, ১২:৫৭ এএম

দিয়োগো জোতার প্রতি শ্রদ্ধায় লিভারপুলের ২০ নম্বর জার্সি অবসরে

ইংলিশ ক্লাব লিভারপুল এক আবেগঘন সিদ্ধান্তে তাদের ২০ নম্বর জার্সি চিরতরে অবসর ঘোষণা করেছে পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতার প্রতি শ্রদ্ধা জানিয়ে। ক্লাবের ১৩৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনো খেলোয়াড়ের সম্মানে এমন সিদ্ধান্ত নিল লিভারপুল।

গত ৩ জুলাই স্পেনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা প্রাণ হারান। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে ফুটবল বিশ্ব। এরপর থেকেই জোতার স্মরণে ২০ নম্বর জার্সি অবসরের দাবি জানিয়ে আসছিলেন লিভারপুল সমর্থকরা। ক্লাব তাদের আবেগের প্রতি সম্মান জানিয়ে জোতার স্ত্রী রুতে কার্দোসো ও পরিবারের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নেয়।

লিভারপুল এক বিবৃতিতে জানায়, “এই সিদ্ধান্ত কেবল জোতার মাঠের অবদানকেই স্মরণ করে না, বরং সতীর্থ, কর্মকর্তা ও সমর্থকদের জীবনে তার রেখে যাওয়া ব্যক্তিগত প্রভাবকেও সম্মান জানায়।”

ক্লাবের সিইও মাইকেল এডওয়ার্ডস বলেন, “২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর মাধ্যমে আমরা দিয়োগোকে চিরন্তন করে রাখছি। তিনি একজন অনন্য ও অসাধারণ ব্যক্তি ছিলেন, যাকে কখনও ভোলা যাবে না।”

২০২০ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ২০ নম্বর জার্সিতেই খেলতেন জোতা। এই জার্সি গায়ে ১৮২ ম্যাচে অংশ নিয়ে ৬৫টি গোল করেন তিনি। তার অসাধারণ পারফরম্যান্সে ২০২২ সালে লিভারপুল এফএ কাপ ও কারাবাও কাপ এবং ২০২৪ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতে।

এই জার্সি অবসর সিদ্ধান্তটি শুধু পুরুষ দলের জন্য নয়; নারী দল ও একাডেমির সব স্তরেও ২০ নম্বর আর ব্যবহার করা হবে না।

আগামী রবিবার প্রিস্টনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জোতা ও তার ভাই সিলভার প্রতি শ্রদ্ধা জানাবে লিভারপুল। ম্যাচ শুরুর আগে বাজানো হবে ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’, অর্পণ করা হবে পুষ্পস্তবক, পালিত হবে এক মিনিটের নীরবতা এবং প্রদর্শিত হবে ডিজিটাল শ্রদ্ধাঞ্জলি। উভয় দলের খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন। প্রাক-ম্যাচ অনুষ্ঠানে জোতা ও সিলভার প্রতি লিখিত শ্রদ্ধাবার্তাও থাকবে।

Link copied!