প্রকাশিত: : জুন ২১, ২০২৫, ০৬:১০ পিএম
নাজমুল হোসেন শান্ত এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন এক অনন্য কীর্তির মাধ্যমে। টেস্ট ক্রিকেটে দুইবার একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করা প্রথম ও একমাত্র বাংলাদেশি ব্যাটার এখন তিনি।
গলে শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে, প্রথম ইনিংসে ১৪৮ রানের দারুণ ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও শান্ত থামেননি। ১৯০ বল খেলে পূর্ণ করেন শতক, শেষ পর্যন্ত ১২৫ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ। এর মাধ্যমে তিনি টেস্টে নিজের সপ্তম সেঞ্চুরিও তুলে নেন।
এই ম্যাচের আগেও এমন কীর্তি করেছিলেন শান্ত। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে করেছিলেন ১৪৬ ও ১২৪ রান। বাংলাদেশের হয়ে এক টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করার নজির ছিল শুধু মুমিনুল হকের—২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে করেছিলেন ১৭৬ ও অপরাজিত ১০৫ রান। তবে দুইবার এমন কীর্তি একমাত্র শান্তরই।
বিশ্ব ক্রিকেটেও শান্ত এখন রয়েছেন অভিজাত এক তালিকায়। টেস্টে দুইবার করে এক ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে তিনি এখন ১২তম, যেখানে রয়েছেন সাঙ্গাকারা, ক্যালিস, দ্রাবিড়, অ্যালান বোর্ডারদের মতো কিংবদন্তিরা। তিনবার করে এই বিরল কীর্তি গড়েছেন সুনিল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে শান্ত ছিলেন দুর্দান্ত ছন্দে। তিন অঙ্ক ছোঁয়ার পর পরের ৯ বলে তুলেন আরও ২৫ রান। ইনিংস ঘোষণার সময় দলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ২৮৫, শান্ত অপরাজিত ১২৫* ও সঙ্গী নাঈম হাসান ছিলেন ৭ রানে।
এর আগে প্রথম ইনিংসে শান্ত ও মুশফিকুর রহিমের (১৬৩) সেঞ্চুরিতে বাংলাদেশ তোলে ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ৪৮৫ রানে। পাথুম নিসাঙ্কা করেন ১৮৭ রান, নাঈম হাসান নেন ৫ উইকেট ১২১ রানে।
দ্বিতীয় ইনিংসে দলের ভিত গড়ে দেন ওপেনার সাদমান ইসলাম (৭৬)। মুশফিকুর রহিম ফেরেন ৪৯ রানে। অন্য ব্যাটারদের মধ্যে মুমিনুল ১৪, এনামুল ৪, লিটন ৩ ও জাকের ২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে থারিন্দু রাতনায়াকে ৩ উইকেট নেন।
বাংলাদেশের দেওয়া টার্গেট ২৯৬ রান, হাতে রয়েছে ৩৭ ওভার। ম্যাচ এখন দারুণ উত্তেজনার দিকে এগোচ্ছে।