প্রকাশিত: : জুন ২৪, ২০২৫, ০৪:১৬ পিএম
প্রিয় দলের খেলা দেখতে কতদূর যেতে পারেন একজন ফুটবলপ্রেমী? আর্জেন্টিনার এক সমর্থক তা দেখিয়ে দিলেন বাস্তবেই। ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের খেলা সরাসরি মাঠে বসে দেখতে যুক্তরাষ্ট্র গেছেন তিনি—তাও নিজের গাড়িতে আগুন লাগিয়ে বিমার টাকা উঠিয়ে!
স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান ‘চিরিনগুইতো’তে সাক্ষাৎকারে নিজের এই ‘উদ্ভট’ পরিকল্পনার কথা জানিয়েছেন ওই রিভার প্লেট ভক্ত। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি পরিহিত ওই ব্যক্তি বলেন, “গাড়িটা আমাকে পুড়িয়ে ফেলতে হয়েছে, যাতে বিমার টাকা পাই। সেই টাকা দিয়েই আমি প্রয়োজনীয় সব ব্যবস্থা করেছি, কারণ আমি আমার ছেলেকেও সঙ্গে এনেছি।”
তবে এমন কাজ পরিবারের কেউ ভালোভাবে নেয়নি। তিনি জানান, স্ত্রী এই ঘটনায় রেগে গিয়েছেন এবং তাদের মধ্যে ঝগড়াও হয়েছে। তবে ফুটবলপ্রেমী এই ব্যক্তি বলেন, “আমি তাকে (স্ত্রীকে) বলেছি, আমরা পরে সবকিছু আবার অর্জন করতে পারব, কিন্তু এই মুহূর্তটা আর ফিরে আসবে না।”
তার এই ‘পাগলামি’ আপাতত কাজে দিয়েছে বলা চলে। রিভার প্লেট ক্লাব বিশ্বকাপে এখন পর্যন্ত ভালো পারফরম্যান্স করছে। গ্রুপ ই-এর ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
গ্রুপের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের। সেই ম্যাচেই নির্ধারিত হবে রিভার প্লেটের ক্লাব বিশ্বকাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা।