প্রকাশিত: : মে ১৫, ২০২৫, ০৩:১৪ এএম
দীর্ঘদিন পর মাঠে দেখা যেতে পারে বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) চলতি আসরে খেলবেন তিনি। সম্প্রতি স্থগিত হওয়া পিএসএল আবারও মাঠে গড়ানোর আগে বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স।
এর আগে, ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের পর পিএসএল স্থগিত হয়ে যায়। নতুন করে শুরু হতে যাওয়া এই আসরে বেশ কয়েকজন বিদেশীকে আর পাচ্ছে না ফ্র্যাঞ্চাইজিগুলো। তাদের জায়গাইয় নতুন করে খেলোয়াড় দলে ভেড়াচ্ছে তারা। সেই সূতেই এবার পিএসএলে সুযোগ পেলেন সাকিব।
পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে।