বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

আইপিএলের মাঝপথে ৬ কোটিতে দল পেলেন মুস্তাফিজ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ১৪, ২০২৫, ০৭:২২ পিএম

আইপিএলের মাঝপথে ৬ কোটিতে দল পেলেন মুস্তাফিজ

আইপিএল ২০২৫-এর মেগা নিলামে অবিক্রিত থাকলেও শেষমেশ চমক দেখালেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিয়েছে টুর্নামেন্টের মাঝপথে, তাও ৬ কোটি রুপির বিনিময়ে। জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আইপিএলের বাকি অংশ না খেলায় তার পরিবর্তে মুস্তাফিজকে দলে ভেড়ায় দিল্লি। তবে আইপিএলের নিয়ম অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিটি আগামী মৌসুমের জন্য তাকে ধরে রাখতে পারবে না। মুস্তাফিজ কেবল চলমান আসরের বাকি ম্যাচগুলোতে খেলতে পারবেন।

২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর থেকে মুস্তাফিজ খেলেছেন সাতটি মৌসুমে, পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে। সবমিলিয়ে ৫৭ ম্যাচে তার উইকেটসংখ্যা ৬১টি। সর্বশেষ ২০২৪ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে তার সবচেয়ে স্মরণীয় মৌসুম ছিল ২০১৬, যেখানে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ। ১৭ উইকেট নিয়ে সেবার টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন তিনি—আইপিএল ইতিহাসে এই স্বীকৃতি পাওয়া একমাত্র বিদেশি খেলোয়াড়।

চলমান আসরের মাঝপথে ভারত-পাকিস্তান উত্তেজনায় এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল আইপিএল। সেই বিরতির পর ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে আসরটি। আর তখন থেকেই দিল্লির হয়ে নতুন ইনিংস শুরু করবেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ।

Link copied!