প্রকাশিত: : মে ১৪, ২০২৫, ০৫:১৬ পিএম
২০২৫ সালের এপ্রিল মাসের জন্য আইসিসির `মেনস প্লেয়ার অব দ্য মান্থ` নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দেশের ক্রিকেট ইতিহাসে এটি এক বিশেষ অর্জন, কারণ এর আগে এই পুরস্কার জিতেছিলেন কেবল মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।
এ মাসে মিরাজ ছিলেন দুর্দান্ত ফর্মে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বল ও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। বিশেষ করে চট্টগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে তার অলরাউন্ড নৈপুণ্যে জয় পায় বাংলাদেশ। ম্যাচে সেঞ্চুরি করার পর বল হাতে মাত্র ৩২ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দেন তিনি। সিরিজের প্রথম টেস্টেও, যদিও দল হারেছিল, মিরাজ দুই ইনিংসে ১০ উইকেট শিকার করে আলো ছড়ান।
দুই টেস্টে মিরাজ ব্যাট হাতে করেন ১১৬ রান, যার গড় ছিল ৩৮.৬৬। আর বল হাতে শিকার করেন ১৫ উইকেট, গড় মাত্র ১১.৮৬! এমন অসাধারণ পারফরম্যান্সের ফলেই তিনি মাসসেরা নির্বাচিত হন। এই কৃতিত্ব অর্জনের পথে তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে।
বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের ভোটে উঠে আসা এই পুরস্কার প্রমাণ করে, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের যোগ্যতা ও দক্ষতায় জায়গা করে নিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।