শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ১৩, ২০২৫, ০৬:০৮ পিএম

১৫ হাজার আর্জেন্টাইন সমর্থক ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ

যুক্তরাষ্ট্রে আগামী মাসে শুরু হতে যাওয়া ক্লাব বিশ্বকাপে অংশ নিতে পারছেন না আর্জেন্টিনার অন্তত ১৫ হাজার ফুটবল সমর্থক। ‘উগ্র সমর্থক’ হিসেবে পরিচিত এসব ব্যক্তির তালিকা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে হস্তান্তর করেছে আর্জেন্টিনার সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুলরিচ।

আসন্ন ক্লাব বিশ্বকাপ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, যেখানে ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এবার ৩২টি দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় আর্জেন্টিনার দুটি জনপ্রিয় ক্লাব—বোকা জুনিয়র্স ও রিভার প্লেট—অংশ নিচ্ছে। এমন পরিস্থিতিতে আগেভাগেই কঠোর অবস্থান নিয়েছে আর্জেন্টিনা সরকার।

মন্ত্রী বুলরিচ জানান, “আমরা নিশ্চিত করতে চাই, যারা অতীতে স্টেডিয়ামে সহিংসতা, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে, তারা যেন এই বৈশ্বিক ক্রীড়া আয়োজনে অংশ নিতে না পারে।” তিনি বলেন, ‘ত্রিবুনা সেগুরা’ নামক একটি বিশেষ পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়েছে, যা আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোয় সহিংসতা দমন ও অপরাধীদের চিহ্নিত করতে ব্যবহৃত হয়।

তার দাবি অনুযায়ী, বর্তমান সরকারের সময়কালে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি দর্শক পর্যবেক্ষণ করা হয়েছে এবং এর মধ্যে ১ হাজার ১৬৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা শনাক্ত করা হয়েছে। এছাড়া, স্টেডিয়ামে তাদের প্রবেশ রোধে ৪০টিরও বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করা হয়েছে।

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার ক্লাব ও জাতীয় দলের সমর্থকদের আবেগপ্রবণ ও কখনো কখনো সহিংস আচরণ অতীতেও আলোচনার বিষয় হয়েছে। তাই বড় আন্তর্জাতিক আয়োজনে এ ধরনের আগাম নিরাপত্তা ব্যবস্থা নতুন নজির গড়তে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।

Link copied!