সোমবার, ০৫ মে, ২০২৫

‘অভিশাপ’ ও আজীবনের অপেক্ষা ঘুচিয়ে কেইনের হাতে ট্রফি

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মে ৫, ২০২৫, ০৪:০৭ পিএম

‘অভিশাপ’ ও আজীবনের অপেক্ষা ঘুচিয়ে কেইনের হাতে ট্রফি

হ্যারি কেইনের জন্য অপেক্ষার অবসান ঘটেছে। ‘অভিশাপ’ নামক তকমাটা এবার মুছে গেছে তার নামের পাশ থেকে। টটেনহ্যামে দীর্ঘ ক্যারিয়ার, ইংল্যান্ডের হয়ে তিনটি ফাইনালে হারের বেদনা—সবকিছু পেছনে ফেলে অবশেষে তিনি হাতে তুলেছেন বহু কাঙ্ক্ষিত শিরোপা। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে অভিষেক মৌসুমেই শিরোপা জিতে ‘কেইনের অভিশাপ’ ভেঙেছেন তিনি।

তবে এই সাফল্যের যাত্রাটা মোটেই ছিল না সহজ। বায়ার্ন মানেই শিরোপা—এই সহজ সমীকরণকে ডিবেটের মুখে ফেলে দিয়েছিল লেভারকুসেন। কেইন যোগ দেয়ার পরই সুপারকাপে হারের ধাক্কা এবং বায়ার্নের দীর্ঘ সময় ট্রফিবিহীন থাকা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। ‘অভিশপ্ত’ তকমাটা তার পিছু ছাড়েনি।

কিন্তু মাঠে তিনি ছিলেন দুর্দান্ত। গোলের পর গোল করে রেকর্ড ছুঁয়েছেন, ৩৬টি গোল করে বুন্দেসলিগার সর্বোচ্চ স্কোরার হয়েছেন, সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪৪। শুধু গোল করাই নয়, সতীর্থদের সঙ্গে বোঝাপড়াতেও তিনি হয়ে উঠেছেন দুর্দান্ত। ভাষাগত সীমাবদ্ধতা সত্ত্বেও ড্রেসিংরুমে তার প্রভাব, মুলারের মতো নেতার কাছ থেকে পাওয়া সমর্থন, ক্লাব সংস্কৃতিতে মিশে যাওয়ার মতো ব্যাপারগুলো তাকে বানিয়েছে বায়ার্নের একজন আপনজন।

সমালোচনাও এসেছে, বিশেষ করে ইউরোপিয়ান ম্যাচগুলোতে সুযোগ মিস এবং ইনজুরির কারণে। কিন্তু সেগুলোকে ছাপিয়ে গেছে তার নিবেদন এবং মাঠের পারফরম্যান্স। কেইন প্রমাণ করেছেন, তিনি কেবল একজন গোলস্কোরার নন—তিনি একজন লিডার, একজন অনুপ্রেরণা।

শেষ পর্যন্ত লেভারকুসেনের পয়েন্ট খোয়ানো এবং বায়ার্নের ধারাবাহিকতায় ট্রফির পথে শেষ হাসি হেসেছেন কেইন। তার শিরোপা জয় যেন বছরের পর বছর ধরে চলা এক অধ্যবসায়ের স্বীকৃতি, একটি নতুন অধ্যায়ের সূচনা।

Link copied!