প্রকাশিত: : এপ্রিল ২৯, ২০২৫, ০৩:১২ পিএম
আইপিএলের ফরম্যাটে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান অরুণ ধুমাল। নতুন ফরম্যাটে আইপিএলের ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ২০২৮ সাল থেকে প্রতি আসরে ৯৪ ম্যাচ আয়োজনের বিষয়ে চলছে আলোচনা।
আইপিএলের ফরম্যাটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন টুর্নামেন্টের চেয়ারম্যান অরুণ ধুমাল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আগামী ২০২৮ সাল থেকে আইপিএলে ম্যাচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। নতুন ফরম্যাটে প্রতিটি আসরে ৯৪টি ম্যাচ আয়োজনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
২০২২ সালে আইপিএলে ফ্র্যাঞ্চাইজি সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ১০টি করা হয়েছিল, এবং গুজরাট ও লখনৌ যোগ দিয়েছিল নতুন দল হিসেবে। এরপর থেকে আইপিএলের ম্যাচ সংখ্যা ৬০ থেকে বাড়িয়ে ৭৪টি করা হয়। তবে চলতি বছর ৮৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু ঠাসা সূচির কারণে সেটি সম্ভব হয়নি। তবে ম্যাচ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা এখনও চলছে।
আইসিসি পরবর্তী ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) আইপিএলের জন্য আরও বেশি সময় বরাদ্দ করার আশ্বাস দিয়েছে, এমনটিও জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। ২০২৮ সাল থেকে আইপিএলের নতুন সম্প্রচার স্বত্বও বিক্রি করবে বিসিসিআই।
নতুন ফরম্যাটে গ্রুপ ভিত্তিক পদ্ধতি বাতিল হয়ে যাবে। প্রতিটি দল পরস্পরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে, এবং পুরো লিগ হবে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে। এর ফলে ম্যাচের সংখ্যা ২০টি বাড়বে।
অরুণ ধুমাল বলেছেন, “আইপিএলের ফরম্যাট পরিবর্তন নিয়ে বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে। আইসিসির সঙ্গেও আলোচনা হয়েছে আমাদের। পরিবর্তনের সুযোগ রয়েছে। আইসিসির প্রতিযোগিতা, দ্বিপাক্ষিক সিরিজ, টি-টোয়েন্টি ক্রিকেট এবং টি-টোয়েন্টি লিগ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ পর্যালোচনা করা হবে। পুরো বিষয়টি বিবেচনা করতে হবে।”
নতুন ফরম্যাটে আইপিএলের পরিধি আরও বাড়বে, এবং অরুণ ধুমাল জানান, “৭৪টি ম্যাচের জায়গায় ৮৪টি বা ৯৪টি ম্যাচ হবে। প্রতিটি দল পরস্পরের সঙ্গে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেললে ৯৪টি ম্যাচ হবে।”