রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

লরিয়াসে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় ইয়ামাল, সেরা দল রিয়াল

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ২৩, ২০২৫, ০৪:১২ পিএম

লরিয়াসে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় ইয়ামাল, সেরা দল রিয়াল

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে ২০২৪ সালের বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ১৭ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল। আর বর্ষসেরা দলের স্বীকৃতি পেয়েছে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদ।

ইউরোতে স্পেন এবং ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে নজরকাড়া পারফরম্যান্সের জন্য ইয়ামালকে দেওয়া হয়েছে ‍‍`ব্রেকথ্রু অফ দ্য ইয়ার‍‍` পুরস্কার। গত মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ১৪টি গোল এবং দিয়েছেন ২১টি অ্যাসিস্ট। তবে বার্সার অনুশীলনে ব্যস্ত থাকায় ইয়ামাল অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এক ভিডিও বার্তায় তিনি সকলকে ধন্যবাদ জানান।

এছাড়া বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ হয়েছেন সুইডেনের পোল ভল্টার মন্ডো ডুপ্লান্টিস। ৬.২৭ মিটার বিশ্বরেকর্ডধারী এই অ্যাথলেট ইতোমধ্যে জিতেছেন ৭টি সিনিয়র গ্লোবাল টাইটেল।

বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। তিনি চতুর্থবারের মতো এই সম্মাননা অর্জন করেছেন। পুরস্কার পেয়ে বাইলস বলেন, “অনেকদিন ধরেই এই অ্যাওয়ার্ডের জন্য অপেক্ষা করছিলাম।”

রিয়াল মাদ্রিদ লা লিগা এবং ১৫তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা দলের পুরস্কার পায়। দলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচ।

‘স্পোর্টিং আইকন’ হিসেবে সম্মানিত হয়েছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল। আর ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন যুক্তরাষ্ট্রের সার্ফার রবার্ট কেলি স্ল্যাটার।

প্রসঙ্গত, লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসের সূচনা হয় ২০০০ সালে। এই পুরস্কারের বিজয়ী নির্ধারণ করেন লরিয়াস স্পোর্টস একাডেমির ৭১ জন সদস্য।

Link copied!