রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

লিভারপুলে থাকতে ‍‍`সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব‍‍` ফিরিয়ে দিলেন সালাহ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : এপ্রিল ১৫, ২০২৫, ০৩:২৪ পিএম

শুরু থেকেই সালাহ চেয়েছিলেন অ্যানফিল্ডেই থাকতে, তবে সেটা নির্ভর করছিল কিছু শর্তের ওপর। তার চাওয়া আর ক্লাবের হিসেব মেলাতে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত মার্চের শেষ দিকে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।

লিভারপুলে থাকতে ‍‍`সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব‍‍` ফিরিয়ে দিলেন সালাহ

লিভারপুলেই থাকছেন মোহাম্মদ সালাহ। শেষ পর্যন্ত অ্যানফিল্ড ছাড়ার সব জল্পনা-কল্পনার ইতি টেনে নতুন চুক্তিতে সম্মত হয়েছেন এই মিশরীয় তারকা। যদিও কিছুদিন আগেও মনে হচ্ছিল, লিভারপুল অধ্যায়ের শেষ পর্বে পৌঁছে গেছেন তিনি।

গত নভেম্বরের এক সাক্ষাৎকারে সালাহ নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, তিনি ‘থাকার চেয়ে যাওয়ার দিকেই’ বেশি ঝুঁকে আছেন। সেই মন্তব্যের পরই শুরু হয় অনিশ্চয়তা। তবে শুরু থেকেই সালাহ অ্যানফিল্ডে থাকতে চেয়েছিলেন, যদিও তার কিছু শর্ত ছিল। ক্লাবের সঙ্গে তার দাবিদাওয়া মেলাতেই সময় লেগেছে। অবশেষে মার্চের শেষ দিকে তার এজেন্ট রামি আব্বাস ইসা ও লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর রিচার্ড হিউজের মধ্যে বৈঠকে সমঝোতা হয়। আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এই সপ্তাহে।

চুক্তির বিষয়টি এতটাই গোপন রাখা হয়েছিল যে, লিভারপুলের ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসনও সালাহর চুক্তি নবায়নের খবর জানতে পেরেছেন বৃহস্পতিবার।

নতুন চুক্তিতে সালাহ প্রতি সপ্তাহে পাবেন প্রায় ৪ লাখ পাউন্ড, যা টাকায় দাঁড়ায় প্রায় ৬ কোটি ৩৫ লাখ টাকা। এই বয়সে এমন আর্থিক নিরাপত্তা খুব কম ফুটবলারের কপালে জোটে। তবে সালাহকে লিভারপুল শুধু একজন গোলস্কোরার হিসেবেই দেখে না — বরং তাকে দলের চালিকাশক্তি মনে করে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫৪টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। তার মতো খেলোয়াড়ের বিকল্প পাওয়া যেমন কঠিন, তেমনি সেটি খুব ব্যয়বহুলও হয়ে পড়বে।

অন্যদিকে, শোনা যাচ্ছে লিভারপুলের আরেক তারকা ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড আগামী গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন। তার দলবদলের ফলে বেতন কাঠামোয় যে জায়গা তৈরি হবে, সেটি সালাহ ও ভার্জিল ফন ডাইকের নতুন চুক্তি বাস্তবায়নে সহায়ক হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে অর্থের মোহে মন গলেনি সালাহর। সৌদি আরবের একটি ক্লাব তাকে অন্তত ৫০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল। অফারটা সত্যিই চোখধাঁধানো। তবে সালাহ ক্যারিয়ারের লক্ষ্যকে অর্থের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন।

জানা গেছে, সৌদি প্রো লিগে খেলার প্রস্তাব প্রথম আসে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। এখনও সৌদি ক্লাবগুলো তাকে পাওয়ার আশা ছাড়েনি। তবে আপাতত সালাহ ইউরোপেই শীর্ষ পর্যায়ে খেলে নিজের অবস্থান আরও শক্ত করার লক্ষ্য নিয়েছেন।

তার বিশ্বাস, শারীরিক সক্ষমতা ও পেশাদারিত্বের মানসিকতা তাকে অন্তত আরও তিন বছর সেরা পর্যায়ে খেলতে সাহায্য করবে। লিভারপুলকে ২০তম লিগ শিরোপা এনে দিতে চান, সঙ্গে আবারও জিততে চান চ্যাম্পিয়নস লিগ।

ব্যক্তিগতভাবে সালাহর স্বপ্ন ব্যালন ডি’অর জেতা। যেখানে এখন পর্যন্ত তার সর্বোচ্চ অবস্থান ২০১৯ ও ২০২২ সালে পঞ্চম।

তার এই সিদ্ধান্তের পেছনে পারিবারিক দিকটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। স্ত্রী ম্যাগি এবং দুই কন্যা মক্কা ও কায়ান মেরিসাইডে বেশ মানিয়ে নিয়েছে। পরিবারও লিভারপুলেই থাকতে চেয়েছে। ফলে সেটিও সালাহর সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে।

সব মিলিয়ে, সালাহর লিভারপুলে থেকে যাওয়ার সিদ্ধান্ত শুধু ক্লাবের জন্য নয়, প্রিমিয়ার লিগের দর্শকদের জন্যও বড় স্বস্তির খবর।

Link copied!