সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

হামজা যোগ দেওয়ায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল এখন বাংলাদেশ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ১৮, ২০২৫, ০৩:৩১ পিএম

ট্রান্সফারমার্কেটের হিসাব অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত বাজারদরের চেয়ে হামজার একার মূল্যমানই দ্বিগুণ।

হামজা যোগ দেওয়ায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল এখন বাংলাদেশ

ফুটবলার হামজা চৌধুরী। ছবি: এক্স

হামজা চৌধুরীর অন্তর্ভুক্তিতে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি ফুটবল দল হয়ে গেছে। আন্তর্জাতিক ফুটবলের দলবদল সংক্রান্ত ওয়েবসাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর হিসাব অনুযায়ী, বাংলাদেশের বর্তমান স্কোয়াডের বাজারমূল্য দাঁড়িয়েছে ৮.৫৯ মিলিয়ন ইউরো, যা ভারতীয় স্কোয়াডের ৫.৮৮ মিলিয়ন ইউরোর চেয়ে বেশি।

আগামী ২৫ মার্চ এশিয়া কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে, যেখানে হামজার অভিষেক হতে পারে। ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডার সোমবার বাংলাদেশে এসেছেন। তার একার বাজারদর ৪.৫০ মিলিয়ন ইউরো, যা ভারতের সম্ভাব্য একাদশের সম্মিলিত মূল্য ২.৮৫ মিলিয়ন ইউরোর প্রায় দ্বিগুণ।

এর আগে বাংলাদেশ স্কোয়াডের বাজারমূল্য ছিল ৪.০৯ মিলিয়ন ইউরো, যা হামজার অন্তর্ভুক্তির পর দ্বিগুণেরও বেশি বেড়েছে। এতদিন দক্ষিণ এশিয়ায় সবচেয়ে দামি দল ছিল ভারত, তবে এখন সেই স্থান দখল করেছে বাংলাদেশ।

তবে পুরো এশিয়ার হিসেবে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে এবং ট্রান্সফারমার্কেটের এএফসি র‍্যাংকিং অনুযায়ী ১৯তম অবস্থানে রয়েছে। জাপান ৩০৬ মিলিয়ন ইউরো বাজারমূল্য নিয়ে এশিয়ার সবচেয়ে দামি দল, দ্বিতীয় স্থানে দক্ষিণ কোরিয়া (১৩৪.১০ মিলিয়ন ইউরো), তৃতীয় উজবেকিস্তান (৪৭ মিলিয়ন ইউরো), চতুর্থ ইরান (৪৬.৩০ মিলিয়ন ইউরো) এবং পঞ্চম সংযুক্ত আরব আমিরাত (৪৪.৩৫ মিলিয়ন ইউরো)।

হামজার ক্যারিয়ারে দলবদলের সর্বোচ্চ মূল্য ছিল ১০ মিলিয়ন ইউরো, যা ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। এখন বাংলাদেশ দলে তার অন্তর্ভুক্তি শুধু স্কোয়াডের মূল্যই বাড়ায়নি, বরং প্রতিযোগিতামূলক ফুটবলে নতুন সম্ভাবনাও তৈরি করেছে।

Link copied!