প্রকাশিত: : এপ্রিল ১৩, ২০২৫, ০৩:০৩ পিএম
প্রতি ছক্কা আর উইকেটে ফিলিস্তিনের শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল মুলতান সুলতানস। চলতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসরে দলটির প্রতিটি ছক্কা এবং উইকেটে ফিলিস্তিনের জন্য তহবিলে যোগ হচ্ছে এক লাখ পাকিস্তানি রুপি।
এই উদ্যোগের কথা জানিয়ে মুলতান সুলতানসের মালিক আলী খান তারিন এক ভিডিও বার্তায় বলেন, “এবারের পিএসএলের মাধ্যমে আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যাটসম্যানরা প্রতিটি ছক্কায় এবং বোলাররা প্রতিটি উইকেটে এক লাখ রুপি করে দেবে। এই অর্থ ফিলিস্তিনের বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত শিশুদের জন্য ব্যয় করা হবে।”
মুলতান সুলতানসের এই ঘোষণার পরই করাচি কিংসের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে ব্যাটসম্যান-বোলাররা মিলিয়ে তহবিলে তুলেছেন ১৫ লাখ রুপি। ম্যাচটিতে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান ছিল অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। ৬৩ বলে ১০৫ রানের ইনিংসে তিনি হাঁকান ৫টি ছক্কা ও ৯টি চার। পুরো দল মিলে ইনিংসে হয় ৮টি ছক্কা আর ২৩টি চার।
ম্যাচের টসেও এই উদ্যোগের কথা স্মরণ করিয়ে দেন অধিনায়ক রিজওয়ান। তিনি বলেন, “আমরা প্রতিটি ছক্কা, চার এবং উইকেটের মাধ্যমে ফিলিস্তিনের গাজার শিশুদের জন্য কিছু করতে চাই।”
উল্লেখ্য, গত ১৮ মার্চ যুদ্ধবিরতির পর ফের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। গাজার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের মধ্যেই অন্তত ৫০০ শিশু নিহত হয়েছে। এমন প্রেক্ষাপটে মুলতান সুলতানসের এই উদ্যোগ কেবল মাঠেই নয়, গাজার দুঃসহ বাস্তবতায়ও সামান্য আশার আলো জাগিয়েছে।
ম্যাচের পর দলটির এক্স (টুইটার) পেজ থেকে জানানো হয়, প্রথম ম্যাচেই গাজার শিশুদের জন্য ১৫ লাখ রুপি সংগ্রহ হয়েছে। আগামী ১৬ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ। সেই ম্যাচেও এই উদ্যোগ অব্যাহত থাকবে।