সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় নূরের গণঅধিকার পরিষদ

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ১৮, ২০২৫, ০৫:৪৭ পিএম

উপদেষ্টা মাহফুজ ও আসিফের পদত্যাগ চায় নূরের গণঅধিকার পরিষদ

গণঅধিকার পরিষদ অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছে। তারা আগামী ১৫ দিনের মধ্যে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে দলটি, যা গণঅভ্যুত্থানের সকল শক্তিকে একত্রিত করে পরিচালিত হবে।

মঙ্গলবার (১৮ মার্চ) পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ওয়াসা নিয়োগ নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে সেই নিয়োগ বাতিল করতে হবে। এছাড়া, সরকারের বিভিন্ন দফতরে ছাত্র প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিয়োগও বাতিলের দাবি তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে দলটির সহসভাপতি ফারুক হাসান বলেন, শিক্ষার্থীদের দল গঠনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের সরকার নিরপেক্ষতা হারিয়েছে। ফলে, ছাত্র উপদেষ্টা পরিষদে থাকা সদস্যদের পদত্যাগ করতে হবে। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারের উপদেষ্টা পরিষদে কিছু ব্যক্তি সক্রিয় রয়েছেন এবং তারা ছাত্রদের রাজনৈতিক দল গঠনে সহায়তা করছেন।

গণঅধিকার পরিষদের নেতারা আরও দাবি করেন, ড. ইউনূসের চারপাশে থাকা কিছু ব্যক্তি আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং তারা রাজনৈতিক ও আর্থিক সুবিধা নিচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই উপদেষ্টাদের নাম আলোচনায় আসছে বলেও উল্লেখ করেন তারা।

সংবাদ সম্মেলনে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাও করা হবে।

Link copied!