প্রকাশিত: : জুলাই ১৩, ২০২৫, ১০:৫৫ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমবর্ধমান প্রভাব ও দলবিরোধী অপপ্রচারের মোকাবিলায় ‘সাইবার যুদ্ধের’ জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে রচিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, "মিডিয়া এখন বদলে যাচ্ছে। শুধু প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়া নয়, এখন সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের ওপর গভীর প্রভাব ফেলছে।"
তিনি তরুণদের তথ্যপ্রযুক্তিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “অপপ্রচারের তাত্ক্ষণিক জবাব দিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। প্রযুক্তির দুনিয়ায় আমাদের শক্ত অবস্থান নিতে হবে।”
বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে সাইবার আক্রমণ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন ফখরুল। তার দাবি, "বিএনপিকে দুর্বল ও হেয়প্রতিপন্ন করতে চারদিক থেকে সাইবার হামলা চালানো হয়েছে। এবার প্রথমবারের মতো আমাদের নেতা তারেক রহমানকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে—নাম ধরে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এটা অত্যন্ত বিপজ্জনক।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে সুস্পষ্ট ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের মূল লক্ষ্য তারেক রহমান, যিনি সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে উঠে এসেছেন।”