শনিবার, ০৫ জুলাই, ২০২৫

‘ভিআইপি রুম না পেয়ে’ হোটেল বারে ভাঙচুর, যুবদলের পদ হারালেন নেতা

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : জুলাই ৪, ২০২৫, ১২:০৪ এএম

‘ভিআইপি রুম না পেয়ে’ হোটেল বারে ভাঙচুর, যুবদলের পদ হারালেন নেতা

রাজধানীর মহাখালীতে একটি হোটেলের বারে ভিআইপি রুম না পাওয়ায় ভাঙচুরের ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের বনানী থানার আহ্বায়ক মনির হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) যুবদল এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও আদর্শবিরোধী আচরণের কারণে মনিরকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতাদের অপকর্মের দায়ভার দল বহন করবে না এবং যুবদলের অন্য নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায়—হোটেলের ভেতরে দুই নারীকে মারধর করছে কয়েকজন। এক নারীকে সিঁড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং পরে তাঁকে মেঝেতে ফেলে আঘাত করা হয়। ভিডিওতে অন্তত ৮–১০ জনকে এই হামলায় অংশ নিতে দেখা যায়।

এ ঘটনার বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তাঁর পোস্ট অনুযায়ী, গত ৩০ জুন রাত ৮টার দিকে মনির হোসেন জাকারিয়া হোটেল-রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভিআইপি রুম ভাড়া চাইলে রুম না থাকায় ক্ষুব্ধ হন। বিল পরিশোধের পর হুমকি দিয়ে হোটেল ছাড়েন তিনি।

পরে ১ জুলাই রাতে মনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লিটন চৌধুরী নাহিদ এসে পরিকল্পিতভাবে বারে ভাঙচুর করেন ও কর্মীদের মারধর করেন। হুমকি দেন, বিষয়টি পুলিশকে জানালে তারা ব্যবসা বন্ধ করে দেবে এবং আরও হামলা চালাবে।

মনির হোসেন এ বিষয়ে জানতে চাইলে সাংবাদিককে জানান, তিনি রুম না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে স্টাফদের গালমন্দ করে চলে যান এবং ঘটনায় অনুতপ্ত। তবে ১ জুলাইয়ের হামলার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

Link copied!