শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫

শেফ’স টেবল কোর্টসাইডে প্রতিভার আয়োজনে ও একুয়া পেইন্টস-এর সহযোগিতায় রিকশা আর্ট কর্মশালা

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : সেপ্টেম্বর ১, ২০২৫, ০৩:৩৪ পিএম

শেফ’স টেবল কোর্টসাইডে প্রতিভার আয়োজনে ও একুয়া পেইন্টস-এর সহযোগিতায় রিকশা আর্ট কর্মশালা

বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা আর্টকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শেফ’স টেবল কোর্টসাইডে অনুষ্ঠিত হলো জমজমাট রিকশা আর্ট কর্মশালা। আয়োজক ছিল প্রতিভা ও শেফ’স টেবল ক্রিয়েটরস হাব এবং অফিশিয়াল কালার পার্টনার হিসেবে পুরো আয়োজনকে রঙিন করে তুলেছিল একুয়া পেইন্টস।

দিনব্যাপী দুটি সেশনে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন প্রায় ৬০ জন শিক্ষার্থী, তরুণ-তরুণী, শিল্পপ্রেমী ও পরিবার। অভিজ্ঞ ও খ্যাতিমান রিকশা শিল্পীদের সরাসরি তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখেছেন রিকশা আর্টের উজ্জ্বল রঙের ব্যবহার, ঐতিহ্যবাহী মোটিফ এবং আঁকার কৌশল। কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য ছিল সব প্রয়োজনীয় উপকরণ, হালকা আপ্যায়ন এবং অংশগ্রহণ সনদ—যা পুরো অভিজ্ঞতাকে করেছে আরও আনন্দঘন ও অর্থবহ।

একজন অংশগ্রহণকারী বলেন,
“রিকশার আর্ট সবসময়ই আমার কাছে অন্যরকম আকর্ষণীয় ছিল। কিন্তু আজ নিজ হাতে আঁকতে গিয়ে মনে হলো যেন আমি নিজেই এই ঐতিহ্যের অংশ হয়ে গেছি। খুব সহজভাবে শিখতে পেরেছি, আর নিজের আঁকা কাজ দেখে গর্ব হচ্ছে। এটা সত্যিই এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।”
 

অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস আয়োজকদের উদ্দেশ্যকে আরও স্পষ্ট করে—ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ, শিল্পীদের ক্ষমতায়ন এবং আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি পৌঁছে দেওয়া। প্রতিভা বিশ্বাস করে, এমন আয়োজন শুধু শিল্পকলা নয়, সংস্কৃতিচর্চাকেও করবে আরও সমৃদ্ধ।

Link copied!