শনিবার, ০২ আগস্ট, ২০২৫

কুমিল্লায় নারীর প্রতি অনলাইনে সহিংসতা রোধে চিত্রাঙ্কন ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত

টিএনসি রিপোর্ট

প্রকাশিত: : জুলাই ৩০, ২০২৫, ০১:০৭ এএম

কুমিল্লায় নারীর প্রতি অনলাইনে সহিংসতা রোধে চিত্রাঙ্কন ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লায় নারীর প্রতি অনলাইনে হওয়া বিভিন্ন সহিংসতা রোধে এবং সচেতনতা তৈরির লক্ষ্যে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) আয়োজন করে  চিত্রাঙ্কন ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতা। আজ মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) নগরীর ওয়াই ডব্লিউ সি এ জুনিয়র গার্লস হাই স্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

এই ক্রর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে পরিচালিত “ডিজিটাল ঝুঁকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়ানোর মাধ্যমে প্রচারমাধ্যম কর্মী, ছাত্রী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নারীদের ক্ষমতায়ন” প্রকল্পের আওতায়। কুমিল্লা জেলায় এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় এনজিও পার্টনার হিসেবে কাজ করছে হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থা।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ওয়াই ডব্লিউ সি এ জুনিয়র গার্লস হাই স্কুলের ৪৬ জন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, তাদের সৃজনশীলতা ও সচেতনতার বহিঃপ্রকাশ ঘটেছে এই চিত্রকর্ম ও দেয়াল পত্রিকার মাধ্যমে। শিক্ষার্থীরা অনলাইনে সহিংসতা, সাইবার নিরাপত্তা ও নারীর নিরাপত্তা বিষয়কে কেন্দ্র করে তাদের শিল্পকর্মে তুলে ধরে নানান বার্তা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আইরিন মুক্তা অধিকারী এবং প্রধান শিক্ষক কলি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিখিল চন্দ্র রায়।

এ ছাড়া সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট (সাকমিড) এর উর্ধতন কর্মকর্তাগণ এবং হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই প্রতিযোগিতাটি ছিল সাকমিড পরিচালিত "ডিজিটাল হুমকি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে গণমাধ্যমকর্মী, ছাত্রী ও কমিউনিটি নারীদের সচেতনতা বৃদ্ধি" প্রকল্পের একটি অংশ। প্রকল্পটির মাধ্যমে তরুণ-তরুণী ও নারীদের মধ্যে ডিজিটাল শিক্ষা, তথ্য যাচাই এবং সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

আয়োজকরা মনে করেন, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি ডিজিটাল জগতের ঝুঁকি সম্পর্কে প্রতিরোধমূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে।

Link copied!