প্রকাশিত: : মার্চ ১২, ২০২৫, ১১:৫৩ পিএম
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে একইসাথে ইফতারের সুযোগ করে দেওয়া এবং তাদের ভবিষ্যত নিশ্চিতকরণে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করা।
আজ (১২ মার্চ) রাজধানীর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের অষ্টম বার্ষিক ইফতার আয়োজিত হয়েছে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধি, শিল্পপতি ও মিডিয়া ব্যক্তিত্ব এবং ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন স্কুলের প্রায় ১০০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে একইসাথে ইফতারের সুযোগ করে দেওয়া এবং তাদের ভবিষ্যত নিশ্চিতকরণে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান করা।
ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আদনান হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
আদনান হোসেন বলেন, “মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি আগের চেয়ে আরও দৃঢ়। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন-এ, আমরা বিশ্বাস করি যে প্রতিটি শিশু, তাদের বেড়ে ওঠা যাই হোক না কেন, শেখার সুযোগ পাওয়ার যোগ্য, যা তাদের নিজস্ব ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা পালন করে।"
"আমাদের অংশীদার এবং শুভানুধ্যায়ীদের ধারাবাহিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের উদ্যোগকে আরও সম্প্রসারণ, প্রোগ্রামের উন্নতি এবং দেশের প্রান্তিক শিশুদের জীবনে স্থায়ী ইতিবাচক প্রভাব তৈরির বিষয়ে লক্ষ্য রাখছি।"
ইফতার অনুষ্ঠানে সহযোগী হিসেবে ছিল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফর্চুন ইনক, অল টাইম, ওয়ান্ডার, শুকরান, লিমেরেন্স ফটোগ্রাফস, স্যাভয়, ফিনিস, নেসলে, এ সি আই ফুডস লিমিটেড, ওরেন্ডা অ্যান্ড বিনস, বেঙ্গল এক্সপ্রেস, স্বদেশ প্রতিদিন, গ্যালিটোস, ক্রিয়েট প্রিন্টিং অ্যান্ড ডিজাইন হাব, দ্য অর্চার্ড ও দ্য নিউজ কমপ্রেস।