সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

উদ্বোধনের কয়েক সপ্তাহের মধ্যেই পর্যটন বন্ধ করল উত্তর কোরিয়া

টিএনসি ডেস্ক

প্রকাশিত: : মার্চ ৭, ২০২৫, ০৭:২৩ পিএম

২০ ফেব্রুয়ারি পশ্চিমা পর্যটকরা প্রথম রাসন শহরে প্রবেশ করে। যদিও সেখানে তাদের চলাচলে অনেক বিধি-নিষেধ ছিল।

উদ্বোধনের কয়েক সপ্তাহের মধ্যেই পর্যটন বন্ধ করল উত্তর কোরিয়া

প্রায়  পাঁচ বছর পর পশ্চিমা পর্যটকদের জন্য সীমান্ত খোলার কয়েক সপ্তাহের মাঝেই আবার পর্যটন বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া।  গত ২০২০ সালে দেশটি বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির কারণে দেশটি নিজেদের পর্যটন ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলো। যদিও বিধিনিষেধ কিছুটা শিথিল করে  ২০২৩ সালে আবার তা শুরু করে। খবর বিবিসির।
গত বছর রাশিয়া থেকে পর্যটকদের প্রবেশের অনুমতি দিলেও, পশ্চিমা পর্যটকদের জন্য রাসন শহর খুলেছিল গত মাসেই। এখন আবার কোনো কারণ না জানিয়েই সব পর্যটন সফর বাতিল করা হয়েছে।
পর্যটন সংস্থাগুলো জানিয়েছে, এপ্রিল ও মে মাসের জন্য বুকিং না করার পরামর্শ দেয়া হয়েছে তাদের।
গত ২০ ফেব্রুয়ারি পশ্চিমা পর্যটকরা প্রথম রাসনে প্রবেশ করে। যদিও সেখানে তাদের চলাচলে অনেক বাধা ছিল। এছাড়া মোবাইল ও ইন্টারনেট সুবিধাও ছিল না।
এদিকে, ৬ এপ্রিল পিয়ংইয়ং ম্যারাথন অনুষ্ঠত হবার কথা থাকলেও এখন সেটি অনিশ্চিত। ২০১৯ সালে উত্তর কোরিয়ায় যাওয়া সাড়ে তিন লাখ বিদেশী পর্যটকের ৯০ শতাংশই ছিল চীনের ।

 

Link copied!