প্রকাশিত: : মার্চ ১৮, ২০২৫, ০১:৩৩ এএম
বইটি খুঁজে পাওয়া যায় ব্রিক্সহামের এক মৃত ব্যক্তির ফেলে দেওয়ার জন্য নির্ধারিত জিনিসপত্রের মাঝে
ময়লার বিনে ফেলার জন্য আলাদা করে রাখা `হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন`-এর একটি দুর্লভ প্রথম সংস্করণের কপি নিলামে ২১ হাজার পাউন্ডেরও (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২ লাখ টাকা) বেশি দামে বিক্রি হয়েছে।
শনিবার ইংল্যান্ডের পেইনটন শহরের এনএলবি অকশনস-এ বইটি নিলামে তোলা হয়। নিলামঘরে উপস্থিত লোকজনের পাশাপাশি ফোন ও অনলাইনেও নিলামে অংশ নিয়েছিলেন আগ্রহী ক্রেতারা।
নিলামঘরের পরিচালক ড্যানিয়েল পিয়ার্স বইটি খুঁজে পান ব্রিক্সহামের এক মৃত ব্যক্তির ফেলে দেওয়ার জন্য নির্ধারিত জিনিসপত্রের মধ্যে
তিনি বলেন, `প্রথম সংস্করণের একটা হার্ডকভার বইয়ের জন্য এ দাম সত্যিই দারুণ ফলাফল।`
পিয়ার্স জানান, বইটি প্রথম মুদ্রণের ৫০০ কপির একটি। এছাড়া পাবলিক লাইব্রেরিতে বিতরণ করা প্রথম ৩০০ কপির মধ্যেও ছিল এ বই।
বইয়ের পেছনের মলাটে `ফিলোসফারস` (philosopher`s) শব্দের বানান ভুল থাকায় পিয়ার্স বুঝতে পারেন এটি প্রথম সংস্করণ। তিনি বলেন, `শেষে "o" অক্ষরটি নেই।`
নিলামঘরটি বইটি বিক্রির সময় ঠিক করে গ্রিনিচ মান সময় ১৬:০০টায়, যাতে আমেরিকার পশ্চিম উপকূলের আগ্রহী ক্রেতারা সময়মতো অংশ নিতে পারেন।
পিয়ার্স জানান, বইটির ক্রেতা বিদেশি।